বৃষ্টিতে নবীজির সাথে

তীব্র গরমে আমরা সবাই যখন অতিষ্ঠ প্রায়, আকাশ ফেটে ঝুম বৃষ্টি এলো গতকাল রাতে। বাতাসের বেগ এত বেশি ছিল যে, বৃষ্টির ঝটকায় রীতিমতো আমার রুমটি পানিতে তলিয়ে যাবার উপক্রম হলো। সে যাকগে। আচ্ছা, বৃষ্টি এলে রাসূল (ﷺ) কী করতেন? বৃষ্টি নিয়ে একটি ঘটনা শেয়ার করেছেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু।

নবীজি তখন সাহাবীদের সাথে। হঠাৎ ঝুম বৃষ্টি নামল। মরুভূমির অধিবাসীদের জন্য এ যেন ঈদ! সাহাবীরা খেয়াল করলেন, আল্লাহর নবী শরীরের কিছু অংশ উন্মুক্ত করে বৃষ্টিকে অনুভব করছেন। বৃষ্টির পরশ নিচ্ছেন পৃথিবীর মহামানব। হয়ত সেদিন আকাশও গর্ব করেছিল এই বলে, আজ নবীজিকে বৃষ্টি দিয়ে কিছুটা শান্তি দিতে পেরেছি! হয়ত পানিরাও সেদিন আনন্দে আত্মহারা হয়ে বলেছিল, আজ নবীজিকে ভিজিয়েছি!

নবীজির সবকিছুই শিক্ষণীয়। তাই চাতক পাথির মতো দেখতে দেখতে সাহাবীদের কেউ একজন প্রশ্ন করে বসল, ‘আল্লাহর রাসূল, আপনি এমন করলেন কেন?’ নবীজি বললেন, ‘এটা (অর্থাৎ এই বৃষ্টি) এক্ষুণি আমার রবের পক্ষ থেকে এসেছে।’[১]

পরবর্তীতে ইমাম কুরতুবী (রহ.) এই হাদীস নিয়ে আলোচনাকালে বলেন, ‘আমাদের নবী (ﷺ) বৃষ্টির বরকত পেতে এমনটা করতেন। এর দ্বারা আরোগ্য লাভ করতেন। কারণ, আল্লাহ তা’আলার বৃষ্টিকে বলেছেন রহমত। এটি মনোরম, সংশোধক। এটি প্রাণ এনে দেয় এবং আযাব দূরকারী। পাশাপাশি এই হাদীস আমাদের এটাও শেখায়, সবার উচিত এই বর্ষণকে সম্মান করা এবং এ নিয়ে বিরূপ মন্তব্য না করা।’[২]

তো গতকাল আপনারা কে কে বৃষ্টিতে ভিজেছেন?

(১) সহীহ মুসলিম, ৮৯৮
(২) শারহুল মুসলিম, ৬/১৯৬

Add Comment

Your email address will not be published. Required fields are marked *