জিলহজের শুরুর দিনগুলোয় তাকবির দেওয়া এক অবহেলিত সুন্নাহতে পরিণত হয়েছে। খুব অল্পসংখ্যক মানুষের মুখ থেকেই এই সময় তাকবির শোনা যায়। আমাদের মুসলিমদের উচিত এই অবহেলিত সুন্নাহকে জীবিত করা। এতে এই আমলের সাওয়াবের সাথে একটি বিলুপ্তপ্রায় সুন্নাহকে পুনর্জীবিত করার সাওয়াবও আমরা অর্জন করতে পারি।
Leave a Reply