পৃথিবী জুড়ে প্রতিটি দিন মুসলিম ঘর আলোকিত হচ্ছে নতুন মেহমানদের আগমনে, আমাদের সন্তানদের। বাবা-মায়ের কোল জুড়ে থাকে এই মেহমানেরা। দুঃখে ভরা পরিবারেও তাদের আগমনে সুখের আভাস বয়ে দেয়। কিন্তু আমরা কজন আছি এ সদ্য ভূমিষ্ঠ সন্তানের সূচনা লগ্নে ইসলামি আদর্শের অনুশীলন করি? রাসূলুল্লাহ ﷺ-এর বাতলানো সব সুন্নতগুলো পালন করি? পরিতাপের বিষয় আমরা অনেকেই করি না। এর কারণ, সদ্য ভূমিষ্ঠ সন্তানের ক্ষেত্রে করণীয় সম্পর্কে আমাদের উদাসীনতা। তবে এটাও ঠিক যে, ইচ্ছা থাকা সত্ত্বেও না-জানার কারণে অনেকে করতে সক্ষম হয় না। আসুন আজ জেনে নিই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ইসলামের আলোকে আমাদের কী করণীয়।

Add Comment

Your email address will not be published. Required fields are marked *