“যারা নামাযে যত মনোযোগী হয়, আল্লাহ তাদের ততোই নিকটবর্তী হন। আর নামাযের সময় যাদের মন ও দৃষ্টি প্রতিনিয়ত এদিক-ওদিক ঘুরে বেড়ায়, আল্লাহ তাদের কাছ থেকে দূরে সরে যান।” [আল-ওয়াবিল আস-সায়্যিব, পৃ ২০] কোন মুসলিম না চায় আল্লাহর নিকটবর্তী হতে। তাই আসুন, নামাযে বিনম্র হওয়ার ও মনোযোগ বৃদ্ধির কিছু উপায় শেখা যাক।

Add Comment

Your email address will not be published. Required fields are marked *