ইফতার শুরুর আগ মুহূর্তটা অলসভাবেই কাটে আমাদের। কেউ মোবাইল নিয়ে বসে থাকি, কেউ টেলিভিশনের স্ক্রিনে তাকিয়ে থাকি, কেউবা ইফতারের খাবার নিয়ে নাড়াচাড়া করেই সময়টা পার করে দেই। কিন্তু এই সময়টাকে আল্লাহ তাআলা বিশেষ সময় হিসেবে নির্ধারণ করে দিয়েছেন বান্দাদের জন্য। হ্যাঁ এটা আপনার দুআ কবুলের সময়। এই সময়ে আল্লাহ তাআলা বান্দার দুআ কবুল করেন। তিরমিযীর একটি হাদীসে রাসূল ﷺ বলেন, ‘তিন ব্যক্তির দুআ ফিরিয়ে দেয়া হয় না। এদের একজন হলো, রোজাদার ব্যক্তির দুআ, যখন সে ইফতার করে।’ কাজেই এইটাই দুআ কবুলের মোক্ষম সুযোগ। একে হেলায় নষ্ট করবেন না। দুআ করুন আল্লাহর কাছে আপনার আখিরাতের জীবনের জন্য, তুলে ধরুন আপনার দুনিয়ার জীবনে যাবতীয় প্রয়োজন, এবং যা কিছু আপনার স্মরণে আসে আল্লাহর কাছে চান। বিশ্বাস রাখুন, তিনি দুআ কবুল করবেন। সাধারণত রাসূল ﷺ এই দুআ’ করতেন, ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ ‘তৃষ্ণা দূর হয়েছে, শীরাগুলো শীতল হয়েছে, এবং পুরষ্কার নিশ্চিত হয়েছে ইন শা আল্লাহ।’ অতএব দুআ কবুলের এই মোক্ষম সুযোগকে কাজে লাগান; এবং পৌঁছে যান আল্লাহর আরও নিকটে।

Add Comment

Your email address will not be published. Required fields are marked *