আল্লাহ তাদের বেশি পরীক্ষা করেন, যাদের তিনি বেশি ভালোবাসেন। . রসুল ﷺ বলেছেন, ‘সবচেয়ে কঠিন পরীক্ষা থেকেই সবচেয়ে বড় পুরষ্কার আসে। যখন আল্লাহ্ কাওকে ভালোবাসেন, তিনি তাকে পরীক্ষা করেন। যে পরীক্ষাগুলো মেনে নেয়, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আর যে অভিযোগ করে, সে তাঁর ক্রোধের পাত্র হয়।” [তিরমিযি ২৩৯৬, ইবন মাজাহ ৪০৩১; (সহিহ)]
Add Comment