Month: July 2020

  • আপনার ঈমান ঠিক আছে তো

    আপনার ঈমান ঠিক আছে তো

    আল্লার রাসূল (ﷺ) বলেন,إنَّ الله لا ينظر إلى صوركم، ولا إلى أموالكم، ولكن ينظر إلى قلوبكم وأعمالكم‘নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক অবয়বের দিকে তাকান না। তোমাদের সম্পদের দিকেও না। বরং তিনি তোমাদের অন্তর এবং আমল দেখেন।’ [সহীহ মুসলিম, ৬৭০৮].এর ব্যাখ্যায় শাইখ বিন বায (রহ.) বলেন, ‘কিছু মানুষ এই বিষয়কে সামনে রেখে বলে, “অন্তর দিয়ে বিচার…

  • লাইলাতুল কদর চিনবেন যেভাবে

    লাইলাতুল কদর চিনবেন যেভাবে

    || লাইলাতুল কদরের আলামত ||.প্রথম আলামত: আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাযি.) থেকে বর্ণিত, নবীজি (ﷺ) বলেছেন,وَأَمَارَتُهَا أَنْ تَطْلُعَ الشَّمْسُ فِي صَبِيحَةِ يَوْمِهَا بَيْضَاءَ لاَ شُعَاعَ لَهَا ‏‘…ঐ রাতের আলামত বা লক্ষণ হলো, রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে। কিন্তু সে সময় (উদয়ের সময়) তার কোন তীব্র আলোকরশ্মি থাকবে না (অর্থাৎ দিনের তুলনায় কিছুটা…

  • ফেরেশতাদের দুআয় শামিল হবার উপায়

    ফেরেশতাদের দুআয় শামিল হবার উপায়

    ফেরেশতাগণ আল্লাহর খালেস বান্দা, পবিত্র সৃষ্টি। তারা আল্লাহর নির্দেশ মানায় কোনো কার্পণ্য করে না। প্রতিটি নিমেষ আল্লাহর আনুগত্যে কাটায়। এই দিকে কুরআন হাদীসের পাতায় আমরা দেখতে পাই, ফেরেশতাগণ বিশেষ শ্রেণির মানুষদের জন্য দুআ করেন। প্রশ্ন হচ্ছে, কীভাবে তাদের দুআয় আমরাও শামিল হতে পারি?.আসুন, এরকম ৮টি সময়ের কথা জেনে নিই, যখন আমরা ফেরেশতাদের দুআয় শামিল হতে…

  • গুনাহ মাফের ১০ উপায়

    গুনাহ মাফের ১০ উপায়

    গুনাহ মাফের জন্য তাওবাহ ইস্তিগফারের বিকল্প নেই। তবে কুরআন হাদীসে গুনাহ মাফের বহু আমলের কথাও এসেছে। উদাহরণস্বরূপ: ১) নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া নবীজি (ﷺ) বলেন, ‘তোমাদের কারও বাড়ির দরজার সামনেই যদি একটি নদী থাকে আর সে ঐ নদীতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? এ ব্যাপারে তোমরা কি বলো?’…

  • কোন সূরায় কী ফজিলত

    কোন সূরায় কী ফজিলত

    আল্লাহ তাআলা গোটা কুরআনকে বরকতময় করে নাজিল করেছেন। এর প্রতিটি হরফেই সাওয়াব। তাই ফাজায়েল বলতে গেলে বলতে হবে সমগ্র কুরআনই ফজিলপূর্ণ। এর প্রতিটি শিক্ষাই মানব জাতির জন্য শ্রেষ্ঠ উপজীব্য। তবে কিছু কিছু সূরা রয়েছে, যা অন্য সবগুলো থেকে আলাদা মর্যাদা রাখে। তেমনি বেশ কিছু আয়াত রয়েছে, যেগুলোর ফজিলত নিয়ে স্বতন্ত্র বহু হাদীস বর্ণিত হয়েছে। আসুন…

  • রিযক বৃদ্ধির পাঁচটি উপায়

    রিযক বৃদ্ধির পাঁচটি উপায়

    রিযক বৃদ্ধির পাঁচটি উপায়:.১) বেশি বেশি ইস্তিগফার করারিযক বৃদ্ধির অন্যতম মাধ্যম হলো বেশি বেশি ইস্তিগফার করা। যে অত্যধিক ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার রিযকে বরকত দান করেন। এমন স্থান থেকে তার রিযকের ব্যবস্থা করে দেন, সে কল্পনাও করতে পারে না।আল্লাহ তাআলা বলেন,فَقُلۡتُ اسۡتَغۡفِرُوۡا رَبَّکُمۡ ؕ اِنَّہٗ کَانَ غَفَّارًا ﴿ۙ۱۰﴾ یُّرۡسِلِ السَّمَآءَ عَلَیۡکُمۡ مِّدۡرَارًا ﴿ۙ۱۱﴾ وَّ…

  • জান্নাতের চাবি

    জান্নাতের চাবি

    ছোটবেলা থেকেই আমরা একটি কথা শুনে এনেছি, যে “আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রসূলুহ” উচ্চারণ করে, সে কখনও জাহান্নামে যাবে না। অনেকে মনে করে, জান্নাতে প্রবেশের জন্য এই দুই শাহাদাহ পাঠই যথেষ্ট। কারণ, জান্নাতের চাবি শাহাদাহ। কিন্তু বাস্তবতা হচ্ছে, জান্নাতের দরজা খোলার জন্য শুধু বাক্য উচ্চারণ করাই যথেষ্ট না। বরং…

  • নেক মৃত্যু লাভের কিছু উপায়

    নেক মৃত্যু লাভের কিছু উপায়

    মৃত্যু মানব জীবনে একটি অবধারিত বিষয়। এ থেকে পালাবার জো নেই। মৃত্যুকে রোধকারী কোনো ঔষধও নেই। মহামারির এই কঠিন সময়ে যে বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরী, কীভাবে আমরা নেক মৃত্যু লাভ করতে পারি। মৃত্যুর এই মিছিলে শামিল হবার আগেই কীভাবে আমরা নিজেদের গড়ে নিতে পারি। যেন ওপারের জীবনটা সুখকর হয়, দুনিয়াতে কষ্ট হলেও আখিরাত যে…