ইতিহাস পাঠ শুরু করবেন যে বইগুলো দিয়ে

কখনো কি সময় ছুঁয়ে দেবার ইচ্ছা হয়েছে আপনাদের? বা এরকম কি কখনো মনে হয়েছে আচ্ছা, এই সময়টার মতো আর কোনো সময় কি আগেও কখনো ছিল? যদি থাকে, তবে কি সেটা একেবারে হুবহু আজকের মতোই ছিল? আসলে হয় এরকম আমাদের। মাঝেমধ্যেই আমাদের ইচ্ছা করে টাইম ট্র্যাভেল করে অতীতের সাদাকালোয় এক চক্কর দিয়ে আসি। শুনে অবাক হলেও হতে পারেন যে, এই কাজটা কিন্তু মোটেই অসম্ভব কিছু না। শুধু দরকার অতীতের যে সময়ে ঘুরে আসবার খায়েশ জেগেছে, সেই সময়ের উপর লেখা ইতিহাসের একটা বই। ব্যস, হয়ে গেল!

ইতিহাসকে এমনি এমনি ‘সময়ের দর্পণ’ বলা হয় না। ইতিহাস হচ্ছে সেই স্বচ্ছ আয়না, যাতে অতীতের প্রতিফলনে দেখা যায় বর্তমানের রূপ। ইতিহাসের আয়না আপনাকে দেখিয়ে দেবে কালের পরিক্রমায় আজ আবারো ফিরে এসেছে কোন সে যুগের প্রলম্বিত ছায়া। ইতিহাস আপনাকে অতীতের ছাঁচে বর্তমানের রূপটাই শুধু দেখাবে, তা নয় কিন্তু। সেই সাথে দেখিয়ে দেবে ভবিতব্যের হালখাতাও। ইতিহাসের খেরোখাতায় আপনি খুঁজে পাবেন আপনার নিজেকে, খুঁজে পাবেন আপনার শেকড়কে, উপলব্ধি করবেন আপনার আজকের এই অস্তিত্বের সাথে জুড়ে থাকা মহাকালের সূত্রকে। অতীতের ছায়ায় বর্তমানকে দেখে নিয়ে ঠিক করে নিতে পারবেন ভবিষ্যতের কর্মপন্থা। ইতিহাস নিয়ে অচেতন জাতি তাই শেকড়ছেড়া হয়ে ভেসে যায় মহাকালের প্রবল স্রোতে। আর ইতিহাস সচেতন জাতি আঁকড়ে ধরতে পারে অস্তিত্বের যমীন, টিকে যায় মহাকালের খরস্রোতে। 

ইতিহাসের এই আয়নায় আজকের সময়টাকে দেখে নেওয়াটা কিন্তু খুব জরুরি। কিন্তু ইতিহাসের এতো এতো বই, এতো এতো রিসোর্স! শুরু করবো কোত্থেকে, তাই-ই তো বুঝে উঠতে পারি না! চিন্তার কোনো কারণ নেই, আমরা তো আছিই, নাকি? ইতিহাসের দরিয়ায় নিজের নাও ভাসাতে শুরুর পড়াটা হোক এই বইগুলো দিয়েই। এই যে, এই বইগুলো। আসেন, পরিচয় করিয়ে দেই। 

ঘোড়ার খুরে পদানত করলো যারা সাম্রাজ্যের সিংহাসন

আরবের বুকে প্রবল এক মরুঝড়ের মতোই উত্থান ঘটেছিল ইসলামের। হিজরি প্রথম শতাব্দীতেই ইসলাম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল পারস্য ও রোমান সাম্রাজ্যের প্রতি। কখনো ক্রুসেডার, কখনো তাতার, কখনো ইউরোপিয়ান উপনিবেশ এসবের বিরুদ্ধে লড়ে চলেছে তারা। বীরত্ব আর সাহসিকতায় তারা নির্মাণ করেছে এক সমৃদ্ধ ইতিহাস। ইতিহাসের ধূসর জগত ঘেঁটে এমন সব বীরদের বীরত্বমালা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে।

ইতিহাসের শিক্ষাসিরিজ ১ঃ ইতিহাসের স্বর্ণরেনু

ইতিহাস নিয়ে আমাদের আগ্রহ থাকলেও সবাই একভাবে ইতিহাসের চর্চা করতে পারে না। কেউ চায় ছোট পরিসরে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো জেনে নিতে, তো আবার কেউ চায় ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলোকে আলাদা করে সেগুলোর চর্চা ও পাঠ নিতে। কেউ কেউ আবার গতানুগতিক ইতিহাসের ধারাবাহিক পাঠেই অভ্যস্ত। এই বইটি হচ্ছে দ্বিতীয় প্রকারের। ইতিহাসের বিশেষ বিশেষ ঘটনা আর সেগুলোতে লুকিয়ে থাকা শিক্ষা নিয়েই সাহিত্যরসে সমৃদ্ধ একটি বই। 

ইতিহাসের শিক্ষাসিরিজ ২ঃ মুঠো মুঠো সোনালী অতীত

ইতিহাসের শিক্ষাসিরিজের প্রথম খণ্ডে আলোচিত হয়েছিল ইতিহাসের বিশেষ কিছু বাঁকবদল আর সেগুলোর শিক্ষা। এই বইটিতে এসেছে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা। সুবিশাল ইসলামী ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি বইটিতে উঠে এসেছে ছোট পরিসরে, একঘেয়ে ভঙ্গি এড়িয়ে। আমাদের সোনালী অতীতকে ছোট্ট ছোট্ট অংশে জেনে নেওয়ার এই সফরটি বেশ আনন্দজনক হতে পারে আপনাদের জন্য। 

১৮৫৭ স্বাধীনতা যুদ্ধের উপাখ্যান

১০০ বছরের কোম্পানি শাসনের বিরুদ্ধে জ্বলে উঠেছিল বিদ্রোহের আগুন। মিরাট থেকে দিল্লি, ঝাঁসি থেকে বাংলা—সমগ্র ভারতজুড়ে ছড়িয়ে পড়েছিল সিপাহী বিদ্রোহের অনল। তীব্র লড়াইয়ে নড়বড়ে হয়ে যায় ব্রিটিশ শাসনের ভিত। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় বিদ্রোহ, নির্বাসিত হন শেষ মুঘল সম্রাট। আপাত ব্যর্থ এই স্বাধীনতার লড়াই এঁকে দেয় পরবর্তীকালের আযাদী আন্দোলনের রূপরেখা। এই বইটি ১৮৫৭ সালের সেই ঐতিহাসিক লড়াইয়ের সংক্ষিপ্ত বিবরণী, সাথে উঠে এসেছে এই সংগ্রামের সাথে জড়িয়ে থাকা নানা দিকের আলোচনা।  

মোগল পরিবারের শেষ দিনগুলি

১৯৫৭ এর মহাবিদ্রোহের পর চূড়ান্তভাবে সমাপ্তি ঘটে যায় দীর্ঘ মোগল শাসনের। সম্রাট হন নির্বাসিত, শাহজাদারা হন খুন আর রাজপরিবারের অন্যান্য সদস্যরা লালকেল্লা ছেড়ে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে। পিছু তাড়া করছে ইংরেজ গোয়েন্দারা, পদে পদে বিপদের হাতছানি। তখত ইয়া তাজের ভাগ্যবিড়ম্বিত এই উত্তরাধিকারীদের অনেকের সাথে দেখা হয়েছিল বইটির লেখকের, শোনার সুযোগ হয়েছে তাদের জীবনের গল্প। সেই গল্পগুলো নিয়েই গড়ে উঠেছে এই বইয়ের অবয়ব।

পাইন বনের যোদ্ধা

ইসলামের বিরুদ্ধে খ্রিস্টান জগত অবিরাম চালিয়ে গেছে একের পর এক ক্রুসেড। ক্রুসেডের এই দীর্ঘ ইতিহাসের প্রেক্ষাপট আর প্রথম পর্বের বিবরণ বইটিতে উঠে এসেছে গল্পের আমেজে। ত্যাগ ও সাহসিকতার নানা গল্পে কাহিনী এগিয়ে চলে, ক্লেরমন্টের সম্মেলন থেকে নিকিয়া, এডেসা ও এন্টিয়ক ছুঁয়ে কাহিনী পৌঁছে যায় জেরুসালেমের ফটকে। গল্পভাষ্যে ইতিহাসের বিশুদ্ধ বিবরণে হাত ধরাধরি করে চলে বীরত্ব আর কাপুরুষতার বিপরীত দুই আখ্যান। 

ইতিহাসের খলনায়ক

ইতিহাসের পাতায় নায়ক যেমন থাকে, তেমনি খলনায়কও থাকে অনেক। ইসলামের ইতিহাসেও আছে এমন অনেক খলনায়ক, যাদের ব্যাপারে আমরা প্রায় কিছুই জানি না। অথচ শত্রুকে না চিনলে বিপদ হয়ে ওঠে সাংঘাতিক। যুগে যুগে এই উদাসীনতার চরম মূল্য দিতে হয়েছে আমাদের। আমাদের ইতিহাসের নানান বিপর্যয়ের পেছনে থাকা খলনায়কদের তাই চিনিয়ে দিতেই এই বইটির গ্রন্থনা। কারণ বর্তমান চেনাতে সবসময়ই দরকার হয় অতীতের আয়নার। 

শাকহাব প্রান্তরে

সিরিয়ার দিকে এগিয়ে আসছে দুর্ধর্ষ তাতার ঝড়। ধর্ষণ ও হত্যাযজ্ঞ আগেই শুরু হয়েছে, এবার তার কবলে পড়তে যাচ্ছে দামেশকের মতো শহর। মুসলিমদের তরফে প্রতিরোধ নিয়ে চিন্তিত ইমাম ইবনে তাইমিয়্যা হাত মিলিয়েছেন মামলুক সুলতানের সাথে। গাজানের সাথে চূড়ান্ত বোঝাপড়াটা সেরে নিতে তাঁরা সমবেত হলেন শাকহাব প্রান্তরে। 

আলপ আরসালান

দুর্ধর্ষ সেনানায়ক আর বীর সুলতান হিসেবে নিজের আলাদা এক পরিচয় গড়ে তুলেছিলেন সুলতান আলপ আরসালান। হয়ে উঠেছিলেন আমুদরিয়া থেকে টাইগ্রিস পর্যন্ত এলাকার একচ্ছত্র সম্রাট। মানযিকার্টের ঐতিহাসিক যুদ্ধে বাইজেন্টাইনদের অবিশ্বাস্য হার উপহার দেওয়া এই কিংবদন্তি সুলতানের জীবনী নিয়েই ছোট্ট এই বইটি লেখা। 

ইশকুল অব লাভ

কিছু মানুষের জীবনগল্প আমাদের মতো আটপৌড়ে হয় না।প্রমত্তা নদীর মতো তাদের জীবন সবসময় বয়ে চলে ভাঙা-গড়ার তীব্র অন্তর্দ্বন্দ্বের ভেতর দিয়ে। এমনকি তাদের ভালোবাসার গল্পগুলোও হয় ঘাত-অভিঘাতের প্রচণ্ড সংগ্রামমুখর। ইশকুল অব লাভের ‘হাজি সাহেব’ ও ‘দিদিমা’এর জীবনগল্পও অনেকটা সে ধরনের। পড়তে পড়তে কখনো চোখের কোণ ভিজে উঠবে, আবার কখনো আনমনেই হেসে উঠবেন, কখনো বা দুটি প্রেমিক অন্তরের প্রতি মুগ্ধতা ঘিরে ধরবে আপনাকে আর সবচেয়ে বড় কথা এই সবকিছুর মধ্য দিয়ে উঠে আসবে উত্তাল সে সময়ের না-বলা কিছু কষ্ট। 

সানজাক-ই উসমান

ত্রয়োদশ শতাব্দীর শুরুতে মঙ্গোলিয়ান স্তেপ থেকে ত্রাসের রাজত্ব নিয়ে নেমে এসেছিল নৃশংস তাতারী বাহিনী আর তাদের নেতা চেঙ্গিজ খান। প্রবল টর্নেডোর গতিতে লণ্ডভণ্ড করে দিয়েছিল মুসলিম জাহানকে। নৃশংসতার চূড়ান্ত শিকার হয়ে মারা পড়লো কোটি কোটি মানুষ। তাদের এই ভয়ানক আগ্রাসন থেকে পালিয়ে গিয়ে আনাতোলিয়ায় বসত গাড়লো কিছু মানুষ, কালক্রমে যাদের হাত ধরে উদিত হলো সম্ভাবনার নতুন সূর্য। ইতিহাস, ফিকশন আর থ্রিলারের মিশেলে সানজাক-ই-উসমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে উসমানী সালতানাতের অসাধারণ সেই জগতে। 

2 Comments

  • মাকসুদুর রহমান Posted January 1, 2023 11:30 AM

    সত্যিই উপকৃত হওয়ার মত একটি লেখা। জাজাকাল্লাহু খাইরান।

  • Md. Shorif hussain jibon Posted January 1, 2023 3:02 PM

    ক্রম অনুযায়ী বইয়ের নাম গুলো দিলে ভালো হবে!

Add Comment

Leave a Reply to Md. Shorif hussain jibon Cancel reply

Your email address will not be published. Required fields are marked *