এ যুগে কোনো সাধারণ মুসলিমকে বিশ্ববিখ্যাত ১০ জন তারকার নাম বলতে বললে, তারা অনায়াসে বলতে পারবেন। কিন্তু, ১০ জন সাহাবির নাম অনেকেই বলতে পারবেন না। আসুন, এমন ১০ জন সাহাবির নাম জেনে নেই যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছিলেন। [সুনান আত-তিরমিজি ৩৭৪৭ (সহিহ)]
Add Comment