জীবনে ভালো-খারাপ যা-ই হোক সবসময় আল্লাহর শুকরিয়া আদায় কর। আমরা বেশির ভাগ মুসলিমরাই মনে করি, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে শুধু কষ্টের মাধ্যমে… অথচ আল্লাহ তা’আলা বলেনঃ “আমি তোমাদের মন্দ ও ভালো (এ উভয়) অবস্থার মধ্যে ফেলেই পরীক্ষা করি।” [সুরা আল আম্বিয়াঃ ৩৫] রসূল বলেছেনঃ “কতোই না চমৎকার মুমিনদের এই অবস্থা, তাদের জন্য সবকিছুই ভালো হয়… তাদের সাথে যদি ভালো কিছু হয় তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় (এর বিনিময়ে আল্লাহ তাদের পুরস্কৃত করেন)। এটা তাদের জন্য ভালো।… আর যদি তাদের সাথে খারাপ কিছু হয়, তারা ধৈর্যধারণ করে (এর বিনিময়ে আল্লাহ তাদের পুরস্কৃত করেন)। এটাও তাদের জন্য ভালো।” [সহিহ মুসলিম: ২৯৯৯]

Add Comment

Your email address will not be published. Required fields are marked *