সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর করণীয়

পৃথিবী জুড়ে প্রতিটি দিন মুসলিম ঘর আলোকিত হচ্ছে নতুন মেহমানদের আগমনে, আমাদের সন্তানদের। বাবা-মায়ের কোল জুড়ে থাকে এই মেহমানেরা। দুঃখে ভরা পরিবারেও তাদের আগমনে সুখের আভাস বয়ে দেয়। কিন্তু আমরা কজন আছি এ সদ্য ভূমিষ্ঠ সন্তানের সূচনা লগ্নে ইসলামি আদর্শের অনুশীলন করি? রাসূলুল্লাহ ﷺ-এর বাতলানো সব সুন্নতগুলো পালন করি? পরিতাপের বিষয় আমরা অনেকেই করি না। এর কারণ, সদ্য ভূমিষ্ঠ সন্তানের ক্ষেত্রে করণীয় সম্পর্কে আমাদের উদাসীনতা। তবে এটাও ঠিক যে, ইচ্ছা থাকা সত্ত্বেও না-জানার কারণে অনেকে করতে সক্ষম হয় না। আসুন আজ জেনে নিই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ইসলামের আলোকে আমাদের কী করণীয়।

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *