আমাদের অনেকেই হীনমন্যতা এবং হতাশায় ভুগে। যদি জিজ্ঞাস করা হয়, ভাই আপনি কেন এতো হতাশ? সে হয়তো বলবে, ‘আমি বেকার’। কোনো চাকরী পাচ্ছি না। বাবা-মা, আত্মীয়-স্বজন কেউ আমাকে ভালোবাসেনা। অথবা বলবে অমুকের সাথে আমার পরিচয় ছিল। সে জীবনে সফলতার সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছে। তার দ্বারা সেখানে পৌছা সম্ভব হলেও আমার পক্ষে তা সম্ভব নয়। আমি চরম ব্যর্থ। কোথাও সফলতার মুখ দেখছি না। … এমন ব্যর্থতা ও হতাশায় জর্জরিত নানা কাহিনী আমরা মানুষের কাছ থেকে শুনি। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? . . বইটি অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন- হুদহুদ প্রকাশনঃ http://bit.ly/2oSSysu
Add Comment