31st night

31st night এ করণীয় কী?
Video script references:
1) https://www.alkawsar.com/bn/article/318/
2) https://www.history.com/topics/holidays/new-years
3) https://www.youtube.com/watch?v=3APWmi6HOG0
Read more

প্রাচুর্যের প্রতিযোগিতা আর কত (আল্লাহর কথা: কুরআন)

অধিক ধন-সম্পদ লাভের প্রতিযোগিতায় যখন আমরা মোহাচ্ছন্ন। প্রকৃত সত্যকে ভুলতে চলেছি… তখন কুরআনের যে আয়াতগুলো অনুধাবন করার মাধ্যমে আমরা সঠিক পথে ফিরে আসতে পারি… সুরা: তাকাসুর ক্বারি: মোহাম্মদ মুকিত
Read more

কীভাবে দু’আ করলে দু’আ কবুল হয়?

রসুল ﷺ যখন বসে ছিলেন তখন একজন লোক এলো। নামায পড়ল এবং নামাযের পর দু’আ করল, “ও আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমার ওপর দয়া কর।” রসুল সাঃ বললেন, “ওহে আল্লাহর বান্দা, এত তাড়াহুড়ো কীসের। নামায শেষে বসা অবস্থায় আল্লাহর প্রশংসা কর। যেভাবে তিনি প্রশংসার যোগ্য ঠিক সেভাবেই। এরপর আমার প্রতি দরুদ পাঠ কর। তারপর আল্লাহকে ডাক।” অন্য আরেকটি বর্ণনায় এসেছে, রসুল সাঃ বলেন, “যখন তোমাদের কেউ দু’আ করে, সে যেন আল্লাহর প্রশংসা করার মাধ্যমে শুরু করে… …এরপর রসুল সাঃ এর প্রতি দরুদ পাঠ করে এবং অবশেষে সে যা চায় তা-ই চাইতে পারে।” কিছুক্ষণ পর আরেকজন লোক এসে নামায পড়ল। নামায শেষে আল্লাহর প্রশংসা বর্ণনা করল এবং রসুলের সাঃ প্রতি দরুদ পাঠ করল। তখন রসুল সাঃ বললেন, “ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে চাও। তিনি তোমার দু’আ কবুল করবেন।” রসুল সাঃ বলেন, “সকল দু’আই ফিরিয়ে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত রসুলের সাঃ প্রতি দরুদ পেশ করা না হয়।” রেফারেন্সঃ আত-তিরমিযিঃ ৩৪৭৬, ৩৪৭৭, সহিহ আত-তিরমিযিঃ ২৭৬৫, ২৭৬৭), সহিহ আল-জামিঃ ৪৩৯৯ ও আল্লাহ, আমাদেরকে তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার কাছে বেশি বেশি দু’আ করার তৌফিক দাও। যেভাবে তুমি কবুল করবে সেভাবেই। আমিন!
Read more