“সেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন উপকারে আসবে না, কিন্তু যে ব্যক্তি উপযুক্ত ও সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে হাযির হবে (তার কথা আলাদা)” [সুরা আশ-শুয়ারাঃ ৮৮-৮৯] অর্থাৎ আখিরাতে নাজাত পাওয়ার জন্য আল্লাহর কাছে একটি সুস্থ অন্তর নিয়ে আমাদের উপস্থিত হতে হবে। আর সুস্থ অন্তর হচ্ছে সেই অন্তর যেখানে শিরক-বিদাতের কোন অবস্থান নেই, নেই মুনাফিকী, অহংকার, লোক দেখানোর জন্য ইবাদত করার কোনো আকাঙ্ক্ষা। সেই অন্তর শুধুই আল্লাহ সুবাহানাহু ওয়া তায়ালার জন্য। সেই অন্তর পরিশুদ্ধ অন্তর। তাই অন্তরকে পরিশুদ্ধ করার জন্য সেই ব্যাধীগুলোকে আমাদের চিনতে হবে। যাতে আমাদের অন্তর কালোয় ছেয়ে যাওয়ার আগেই আমরা চিকিৎসা শুধু করে দিতে পারি।
Leave a Reply