বর্তমানে ইন্টারনেটে গুনাহ করা একটা ক্লিক এর ব্যাপার হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে এই গুনাহ পরিণত হয়েছে অ্যাডিকশনে, যা আমাদের ব্রেইনে অনেকটা হিরোইন এবং কোকেইনের মত কাজ করে। . সাধারণত অন্য মাসগুলোতে এই গুনাহে জড়ানোর সম্ভাবনা বেশি থাকলেও রমযান মাসে একটি ইবাদতমুখর পরিবেশ বিরাজ করায় আমরা খুব সহজেই এই সকল গুনাহ থেকে বেঁচে থাকার কিছু পদক্ষেপ নিতে পারি, যা পরবর্তিতে গুনাহগুলো থেকে পুরোপুরি পরিত্রাণ পাবার জন্য সহায়ক হবে। ইনশাআল্লাহ।
Leave a Reply