যে ৮টি সময় ফেরেশতারা আপনার জন্য বেশি বেশি দুআ করে:
১) আপনি যখন নামাজের জামাতে প্রথম সারিতে দাঁড়ান
সূত্র: আল-ইহসান ফী তাকরীব সহীহ ইবন হিব্বান, ২১৫৭
২) ফরজ সালাত শেষে মসজিদে যখন বসে থাকেন
সূত্র: সহীহ বুখারী (৪৪৫), মুসলিম (৬৪৯)
৩) যখন অসুস্থ রোগীকে দেখতে যান
সূত্র: সহীহ ইবনে হিব্বান: ২৯৫৮
৪) আল্লাহর সন্তুষ্টির জন্য যাকে ভাই বানিয়েছেন, তার সঙ্গে দেখা করতে গেলে
সূত্র: সহীহ তিরমিযী হা/১৬৩৩
৫) ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দুআ করার সময়
সূত্র: সহীহ মুসলিম ৮৮
৬) মানুষকে কল্যাণকর বিষয় যে শিক্ষা দেয়
সূত্র: সুনান আত তিরমিযী (২৬৮৫)
৭) ওজু করে ঘুমাতে গেলে
সূত্র: আল-ইহসান ফী তাকরীব সহীহ ইবন হিব্বান, ৩/৩২৮-৩২৯
৮) সেহেরী খাওয়ার সময়
সূত্র: আহমাদ, মুসনাদ, সহীহুল জামিয়িস সগীর, আলবানী ৩৬৮৩ নং
এই বিষয়ে আরও জানতে পড়ুন দুআ কবুলের গল্প সিরিজি।
Leave a Reply