ইসলামি জ্ঞানের দ্বিতীয় উৎস হচ্ছে, হাদীস। নবীজি (ﷺ)-এর কথা, কাজ, সম্মতি, সবই হাদীসের অন্তর্ভুক্ত। আমাদের নবীজি ছিলেন জাওয়ামিউল কালিম, অর্থাৎ অল্প কথায় গভীর অর্থ বোঝাতে পারতেন। আমরা অনেকেই চাই, নবীজির হাদীস পড়ব। কিন্তু কোথা থেকে শুরু করব, কোন বইগুলো আগে পড়ব, সঠিক দিকনির্দেশনার অভাবে আর পড়া হয়ে উঠে না।
তাই এবার আমরা পাঠকদের কিছু হাদীসের বইয়ের সন্ধান দিতে চাই, যেগুলো দিয়ে আপনি আপনার হাদীস পাঠের যাত্রা শুরু করতে পারেন। এমন ১০টি বই, যা সব স্তরের পাঠকদের জন্যই সহজবোধ্য এবং গুরুত্বপূর্ণ:
১) ইমাম নববির চল্লিশ হাদিসের ব্যাখ্যা
মূল্য: ২৭% ছাড়ে ২৫৫ ৳
বিষয়বস্তু: দ্বীনের মৌলিক বিষয়ের ওপর ইমাম নববির চয়িত ৪০ হাদীসের ব্যাখ্যা। আরব-অনারব সব দেশের আলিমগণ পাঠকদের সবার আগে এই বইটি পড়ার কথা বলেন। বহু মাদরাসায় হাদীসের ছাত্রদের প্রথম পাঠ ইমাম নববির চল্লিশ হাদীস।
২) সংক্ষিপ্ত সহীহ আল বুখারী
মূল্য: অতিরিক্ত ৫% ছাড়ে ৯৫০ ৳
বিষয়বস্তু: বিখ্যাত হাদীস সংকলন সহীহ আল বুখারীর সংক্ষিপ্ত গ্রন্থ এটি। পুরো বুখারী থেকে রিপিটেড হাদীসগুলো বাদ দিয়ে বাকি ২১৭৫ টি হাদীস এতে রাখা হয়েছে।
.
৩) রিয়াদুস সালেহীন (হাদীস, অনুবাদ, তাহক্বীক্ব, তাখরীজ)
মূল্য: ৩০% ছাড়ে ৫৪৬ ৳
বিষয়বস্তু: হাদীসের আলোকে নেককার হবার গোটা সিলেবাস। ইমান, ইখলাস, তাওবাহ, দ্বীনের ওপর অবিচলতা, শিষ্টাচার, আত্মশুদ্ধি, সুন্নতের পাবন্দী, যিকির আযকার—মোটকথা নেককার হতে প্রয়োজনীয় প্রায় সব হাদীস এতে রয়েছে।
৪) আল আদাবুল মুফরাদ (তাহক্বীক্ব ও তাখরীজকৃত)
মূল্য: ৩২% ছাড়ে ৪০৮ ৳
বিষয়বস্তু: নবীজির শিষ্টাচার বিষয়ক ১৩৩৯ হাদীসের সংকলন।
৫) শামায়েলে তিরমিযি
মূল্য: ৪৫% ছাড়ে ৩৩০ ৳
বিষয়বস্তু: নবীজির চরিত্রমাধুরী এবং দৈহিক গঠন-সৌন্দর্যের অনুপম বর্ণনা সম্বলিত হাদিসমালার সংকলন।
৬) হাদীসে কুদসী সমগ্র
মূল্য: ৩৫% ছাড়ে ১৬৯ ৳
বিষয়বস্তু: আল্লাহর যেসব কথা কুরআনে আসেনি, নবীজি তার নিজের ভাষায় উম্মাহকে জানিয়েছেন, সেসব হাদীস নিয়ে এই বইটি।
৭) মুমিনের পাথেয় (কিতাবুয যুহদের অনুবাদ) (দুই খণ্ড)
মূল্য: ৩০% ছাড়ে ৫১১ ৳
বিষয়বস্তু: দুনিয়াবিমুখতার ওপর হাদীসের কালেকশন নিয়ে প্রায় ১৪০০ বছরের আগের প্রাচীন বই। এতে দুনিয়াবিমুখতা বিষয়ে নবীজির হাদীস, সাহাবী, তাবেয়ি এবং তাবে তাবিয়িদের হৃদয়স্পর্শী উক্তিমালা একত্র করা হয়েছে।
৮) ধেয়ে আসছে ফিতনা
মূল্য: ৫৫% ছাড়ে ৩২৪ ৳
বিষয়বস্তু: কিয়ামতের আলামত, শেষ জামানার ফিতনা ফ্যাসাদ নিয়ে নবীজি অনেক ভবিষ্যতবাণী করে গেছেন। সেসব হাদীস নিয়ে এই বইটি।
৯) হাদীসের দুআ দুআর হাদীস
মূল্য: ৪৫% ছাড়ে ১৬৫ ৳
বিষয়বস্তু: তিরমিযী গ্রন্থে আসা নবীজির দুআর হাদীসগুলো এতে স্থান পেয়েছে।
১০) এসব হাদীস নয়
মূল্য: ২ খণ্ড ৪০% ছাড়ে ২৭৬ ৳
বিষয়বস্তু: নবীজির হাদীসের নামে লোকমুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার এবং বানোয়াট কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। যেগুলো আদও ইসলামের অংশ নয়।
Leave a Reply