তাফসীর কেন পড়বেন, কোনটা পড়বেন?

‘পক্ষান্তরে যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে; জান্নাতই হবে তার আশ্রয়স্থল।’ (সূরা ৭৯: ৪০-৪১)

ইবনুল-কাইয়্যিম (রহ.) এর ব্যাখ্যায় একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন। রূপক অর্থে। ‘আমি যখন আমার প্রবৃত্তিকে আল্লাহর দিকে টেনে নিয়ে যেতে শুরু করি, সে কাঁদতে থাকে। এভাবে টানতে টানতে একপর্যায় সে হার মেনে যায় এবং আমার সাথে আল্লাহর কাছে ফিরে আসে, তাও আবার হাসি মুখে!’ অর্থাৎ নফস হচ্ছে অনেকটা অবুঝ শিশুর মতো। শুরু দিকে তাকে বোঝানো মুশকিল কোনটা ভালো কোনটা খারাপ। এজন্য তার পেছনে অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এভাবে এক পর্যায় সে যখন লম্বা ট্রেনিং-এর ভিতর দিয়ে যায়, দেখবেন সে আপনার নাগালে এসে গেছে। তখন আর আপনাকে বলতে হবে না ‘ভালো কাজ করো’, বরং সে নিজেই আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে। একেই বলে ‘হাসি মুখে আল্লাহর কাছে ফিরে আসা।’

তাফসীর। কুরআনের তাফসীর পড়ার মজাটা এখানেই। আয়াতের গভীরে ডুব দিয়ে আমাদের মুফাসসিরগণ এমন এমন মণিমুক্তা বের করে আনেন, আমাদের মতো সাধারণ পাঠক কখনও তা ভাবতেও পারে না! কুরআনে আল্লাহ্‌ কী বলেছেন, সূরায় সূরায় কী কী শিক্ষা রেখে দিয়েছেন, কীভাবে সেই শিক্ষা আমাদের জীবনেও প্রয়োগ করতে পারি, এসব জানার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তাফসীর পড়া।

ওয়াফি লাইফে পাচ্ছেন অতীত বর্তমানের অনেক বিখ্যাত তাফসীর! সংক্ষিপ্ত, বিস্তারিত, নানান ধরণের তাফসীর! তাও আবার সাশ্রয়ী দামে! কিছু উল্লেখযোগ্য:

তাফসীর ইবনে কাছীর ১ম-৮ম খণ্ড
প্রকাশনী: আল কোরআন একাডেমী পাবলিকেশন্স
মূল্য: ৩৬% ছাড়ে ৩৫৮৫ ৳
লিংক: https://www.wafilife.com/?p=228525

মাআরিফুল কুরআন (১-৮ খণ্ড)
প্রকাশনী: মাকতাবাতুল আযহার
মূল্য: ৫০% ছাড়ে ৪৮০০ ৳
লিংক: https://www.wafilife.com/?p=196631

তাফসীর আহসানুল বায়ান
লেখক : আল্লামা হাফিয সালাহুদ্দীন ইউসুফ
মূল্য: ৩৫% ছাড়ে ১৩০০ ৳
লিংক: https://www.wafilife.com/?p=18263

তাফসীরে তাওযীহুল কুরআন (১-৩ খণ্ড)
প্রকাশনী : মাকতাবাতুল আশরাফ
মূল্য: ৪৫% ছাড়ে ১১৭২ ৳
লিংক: https://www.wafilife.com/?p=63416

তাফসীরে তাদরীসুল কুরআন
প্রকাশনী : মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ
মূল্য: ৪৫% ছাড়ে ৩০২৫ ৳
লিংক: https://www.wafilife.com/?p=50388

তাফসীরে জালালাইন (১-৭ খণ্ড)
প্রকাশনী: ইসলামিয়া কুতুবখানা
মূল্য: ৪৬% ছাড়ে ৩৩২৬ ৳
লিংক: https://www.wafilife.com/?p=44022

ওপরের সবগুলো একত্রে অর্ডার করতে এবং তাফসীর বিষয়ক সকল বই দেখতে ভিজিট করুন: https://wafi.life/tarjamah-and-tafseer


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *