ইসলামকে জানুন (A to Z syllabus)

জীবনে গল্প কবিতার বই পড়লেও দ্বীন-ধর্ম নিয়ে বই পড়া হয়নি—এমন পাঠক কিন্তু নেহায়েত কম নয়। বরং অসংখ্য। আমরা অনেকেই আছি, যারা খুব বেশি দিন হয়নি ইসলামকে নতুন করে জানতে শুরু করেছি। অনেকেই আছি, যারা প্রায়শই বিভিন্ন অনলাইন বুক শপে ঢুঁ মারি, বিভিন্ন বইয়ের গ্রুপ ঘুরে দেখি, খোঁজ করি কোন বইটা ভাল। কিন্তু দ্বীনের মৌলিক জ্ঞানার্জনে নিয়মতান্ত্রিক পড়াশোনার বিকল্প নেই। এক বছর লাগিয়ে একই বিষয়ের ওপর নানান বই পড়ার চেয়ে ভিন্ন ভিন্ন বিষয়ে সেরা বইগুলো পড়া অধিক ফলপ্রসূ। জ্ঞান ও বুঝের সম্প্রসারণ ঘটে। ইবাদত, মুআমালাত, সামগ্রিক জীবনাচারে নতুনত্ব আসে। তাই আজকে আমরা এরকম একটি পাঠ্যতালিকা আপনাদের সাথে শেয়ার করব, যেটা সামনে রেখে ক্রমান্বয়ে পড়াশোনা করলে আপনি দ্বীন ইসলামকে বৃহৎ পরিসরে জানতে পারবেন। এটি একটি বিষয়ভিত্তিক পাঠ্যক্রম।

উল্লেখ্য এখানে প্রতিটি বিষয়ের অধীনে আমরা সেসকল বই একত্র করেছি, যেগুলো আমাদের যাচাই মতে না পড়লেই নয়। এর মানে এই নয়, তালিকার বাহিরে থাকা বইগুলো ভাল নয়। মূলত দ্বীনের মৌলিক চিত্র পাঠকের সামনে উপস্থাপন করাই আমাদের এই তালিকা তৈরির উদ্দেশ্য। এটা কোনো আদর্শ পাঠ্যক্রম নয়, বরং আমাদের পক্ষ থেকে পাঠকের জন্য পরামর্শ। বিশেষ করে যারা প্রায়শই জানতে চান, কোন বিষয়ে কী বই পড়ব। ইন শা আল্লাহ্‌ ভবিষ্যতে আরও পরিবর্তন আনা হবে।

আকিদা বিষয়ক বই:

তরজমা ও কুরআন শিক্ষা

প্রিয় নবী সা.-এর সীরাহ

আদব-আখলাক বিষয়ক বই:

দৈনন্দিন ইবাদত, মাসাঈল বিষয়ক বই:

তাফসীর বিষয়ক বই:

হাদীস বিষয়ক বই:

ইতিহাস বিষয়ক বই:


পরকাল বিষয়ক বই:

আত্মোন্নয়ন বিষয়ক বই:

বিয়ে, পরিবার বিষয়ক বই:

সংশয় নিরসন

শিশু-কিশোরদের বই

মা-বোনদের জন্য

আসক্তি থেকে পরিত্রাণ

খেলাফত ও রাজনীতি বিষয়ক বই:


আরবী ভাষা শিক্ষা

দাওয়াহ বিষয়ক বই


by

Tags:

Comments

2 responses to “ইসলামকে জানুন (A to Z syllabus)”

  1. নুরুন্নবী Avatar
    নুরুন্নবী

    আলহামদুলিল্লাহ, অনেক ভাল একটা কাজ করেছেনে রূপম ভাই। সবাই আমরা খাবি খাই বা হোচট খাই, এটা থেকে কার্যকর এন্টিডোট হবে, অনেক উপকারে আসবে, অযথা সময় নষ্ট থেকে বেচে যাবো, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, একটা কাঠামো থাকায় মানসিক ভাবে সংগঠিত আর প্রস্তত থাকা যাবে। কেবল একটা অনুরোধ। দৈনিক অভ্যস বিষয়ে সরাসরি একটা বই লিস্টে রাখা দরকার। অভ্যাস নির্ণয়, কু অভ্যাস রিপ্লেসের কৌশল, সু অভ্যাস ইন্সটিল করার লাভ আর কৌশল বিষয়ে একদম চাচাছোলা প্রগ্রামিং টাইপ একটা বইয়ের লিস্ট খুব বেশী দরকার। ওহ, তবে কেন অভ্যাস রিপ্লেস করবো, কেন লাভবান হবো, তার রেফারেন্স প্রত্যেক অভ্যাসের সাথে নবীজী ও সালাফদের জীবনাচার থেকে তুলে দিলে মনকে প্রোগ্রামিং করতে আরো সুবিধা হবে

    1. মহিউদ্দিন রূপম Avatar
      মহিউদ্দিন রূপম

      শুকরান ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *