প্যারেন্টিং নিয়ে খুব বেশি বাংলা বই বাজারে মেলে না। বিশেষ করে ইসলামী ঘরানার। সন্তানের মানসিক বিকাশে কী করণীয়, ধর্ষণ, যৌন নির্যাতনে ছেয়ে যাওয়া সমাজে শিশুর নিরাপত্তা, সন্তানের উত্তম ভবিষ্যৎ পরিকল্পনা—ইসলামের আলোকে এগুলোর সমাধান নিয়ে বই নেই বললেই চলে। সে-হিশেবে ‘সন্তানঃ স্বপ্ন’ দিয়ে বোনা’—বইটিকে নতুন এবং অনন্য সংযোজন বলা চলে। সন্তান প্রতিপালন বিষয়ে বহুমাত্রিক আলোচনা সমৃদ্ধ একটি বই। এই বইয়ের অনুপম বৈশিষ্ট্য হচ্ছে, সাধারণত প্যারেন্টিং বইয়ে সন্তান জন্মের পর থেকে তাকে বড় করার কলা-কৌশল নিয়ে আলোচনা থাকে। কিন্তু এই বইতে একেবারে সন্তান গ্রহণের শুরুর সময়কে ধরে আলোচনা এগিয়ে নেওয়া হয়েছে। রচনা করেছেন আকরাম হোসাইন। . বই: সন্তান স্বপ্ন দিয়ে বোনা লেখক: আকরাম হোসাইন প্রকাশনী: সমকালীন প্রকাশন অর্ডার করতে ভিজিট করুন: https://bit.ly/2Gvq15t
Leave a Reply