আপনি কখনো শুনবেন যে, “ইমাম মাহদীর” আবির্ভাব হয়ে গেছে। আবার কখনো শুনবেন যে, হহুদী খীস্টানদের বিরুদ্ধে ঘটিতব্য বিশ্বযুদ্ধ অতি সন্নিকটে এসে পড়েছে। আবার কখনো শুনবেন, কেয়ামতের আলামতস্বরূপ প্রাচ্যে বা পাশ্চাত্যে বড় ধরনের ভূমিধ্বস ঘটেছে। এমন আরো অনেক কিছু। এসব কারণে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝির প্রবল আশংকা দেখা দেয়। তাই আমাদের উচিত কেয়ামতের আলামতসমূহকে ব্যাখাবিশ্লেষণসহ স্পষ্টরূপে জানা। বইঃ মহাপ্রলয়- বিশ্ব যখন ধ্বংস হবে লেখকঃ ড. আব্দুর রহমান আরিফী বইটি অর্ডার করতে ভিজিট করুন: https://bit.ly/2WDy7C3
Leave a Reply