যদি কেউ বলে এ পৃথিবীতে এখনও ডাইনোসর আছে তাহলে হয়তো হেসেই উড়িয়ে দেব। কেউ যদি ছবি দেখায় হয়তো ভাববো ফটোশপ। আবার আপন কোন মানুষ যাকে আমি বিশ্বাস করি সে যদি ডাইনোসরগুলো নিজের চোখে দেখে আসে? সে ছবি-ভিডিও দেখালে কিছুটা হয়ত বিশ্বাস করব। কিন্তু যদি এমন হয় আমি নিজেই সাগরের মাঝে পাহাড় ঘেরা সে দ্বীপটাতে গেলাম। চোখের সামনে বড় বড় ডাইনোসর দেখলাম, তাদের গর্জন শুনলাম। তখন কি আমি অবিশ্বাস করব? তখন কি বলব অতীতের এ বিলুপ্তপ্রায় প্রাণীগুলো সত্য নয়—আমার চোখের ভুল, আমাকে কিচ্ছু করবে না? বিশাল সব সাপ আর ভয়ংকর সব উড়ন্ত সরীসৃপের সামনে নিজেকে উন্মুক্ত খোলা রাখব? জীবনের মায়া আছে এমন কেউ এমন কিছু করবে না। সেটা জানতে আসুন আজ একটা গল্প শুনি। অবহেলায়, ধুলো মাখা স্তুপে পড়ে থাকা এক ভাষার গল্প…
Leave a Reply