ইসলাম সম্পর্কে অজ্ঞ থেকে শুরু করে সংশয়বাদী কিংবা আজকের এই হলিউড প্রজন্মের মানুষের ধারণা আমাদের রাসূল ﷺ এর জীবনটা তাদের দেখা আজগুবি হলিউড মুভির মত কিছু একটা। সেখানে গল্পের চরিত্রের মত প্রিয় নবীর জীবনটাকেও এরা ফ্যান্টাসি মনে করে। কিন্তু বাস্তবতা আমাদের এই হলিউড প্রজন্মের মত এত ফ্যান্টাসিতে ভরা ছিল না। আমাদের নবী রাসূল ﷺ ও একজন মানুষই ছিলেন, তিনি কোন জাদুকর ছিলেন না, সবসময় জায়নামাজে চড়ে উড়ে বেড়াতেন না, শুধু অলৌকিকতা দেখিয়ে বেড়াতেন না। মুহাম্মাদ ﷺ ও একজন মানুষই ছিলেন। কেমন মানুষ? সেটা জানাতেই wafilife.com এর এই প্রচেষ্টা। আসুন ঘুরে আসি ১৪০০ বছর আগের সেই সময়ে। হৃদয় নিঙড়ানো আবেগ আর ভালোবাসায় জানি এক মহামানবের কথা…
Leave a Reply