মহিমান্বিত কাদরের রাতটি শুধুমাত্র ২৭ তারিখেই আসবে তা নির্ধারিত নয়। আল্লাহর হিকমত ও তাঁর ইচ্ছায় এটি শেষ দশ রাতের যে কোন রাতেই হতে পারে। তবে বিজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশী। তাছাড়া, এ রাতের কিছু আলামত সহীহ হাদীসে[১] এসেছে। আলামতগুলো শেষ দশ রাতগুলোর মধ্যে যে রাতের সাথে মিলে যাবে সে রাতটিকে কদরের রাত বলে ধারণা করা যেতে পারে। আল্লাহ্‌ সর্বজ্ঞাতা। [১] সহীহ ইবনু খুযাইমাহ- ২১৯০, বুখারী ২০২১, মুসলিম- ৭৬২

Add Comment

Your email address will not be published. Required fields are marked *