আল্লাহ্ সুবাহানাহু তা’আলার অশেষ মেহেরবানীতে আমরা রমযানের শেষ দশকের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। মহিমান্বিত কদরের রাতকে সামনে রেখে করতে হবে অনেক পরিকল্পনা। তাছাড়া রমযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে রাসূল ﷺ যে পরিমাণ আমল করতেন অন্য কোনো সময় এত বেশী আমল করতেন না। আসুন, জেনে নেই এই সময়ের জন্য করণীয় কিছু আমল।
Leave a Reply